মালদা

ডাক ধর্মঘটের দ্বিতীয় দিনে সামিল মালদহের ডাক বিভাগের অস্থায়ী কর্মচারীরা

মঙ্গলবার থেকে শুরু হওয়া ডাক বিভাগীয় আন্দোলনটি বুধবার পড়ল দ্বিতীয় দিনে। সেই মতো এদিন মালদা শহরের ফোয়ারা মোড়ে হেড পোস্ট অফিসের সামনে ন্যাশনাল ইউনিয়ন অফ গ্রামীণ ডাক সেবক এবং অল ইন্ডিয়া পোস্টাল এমপ্লয়িজ ইউনিয়ন-র যৌথ উদ্যোগে ২২ তারিখ থেকে ধর্মঘট শুরু করেন কর্মচারীরা। কেন্দ্রীয় সরকারের নেতিবাচক সিদ্ধান্তের প্রতিবাদে এই আন্দোলন শুরু হয় ২২ শে মে। বুধবার এই ধর্মঘটের দ্বিতীয় দিনে জি.ডি.এস কর্মীরা অনির্দিষ্টকালের জন্য অবস্থান ধর্মঘট শুরু করেন। 

এবিষয়ে আন্দোলনকারী এক জি.ডি.এস-র কর্মচারী গণেশ চক্রবর্তী জানান, এদিনও ধর্মঘট অব্যাহত রয়েছে। দাবী, তাদের সপ্তম বেতন কমিশন কেন্দ্র সরকার কার্যকর না করায় তারা আন্দোলনে নেমেছেন। তাদের সাথে জেলার 

২৩৫ টি ডাক বিভাগ এই প্রতিবাদে ধর্মঘটে নেমেছে। সাধারণ মানুষ তাদের পাশে রয়েছে বলে তিনি জানান। 

এবিষয়ে এক সাধারণ নাগরিক হৃদয় বল্লভ সাহা জানান, এদিন তিনি কাজে পোস্ট অফিসে আসেন। এসে দেখে যে ডাক বিভাগ বন্ধ রয়েছে। ফলে কোনো কাজ না হওয়ায় সমস্যার মুখে পরতে হচ্ছে তাদের। 

বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে

https://www.youtube.com/embed/rP9zzyh46eI